ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জনসনের বিদায়ী ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জনসনের বিদায়ী ম্যাচ ড্র ছবি : সংগৃহীত

ঢাকা: চতুর্থ দিন শেষেই ড্রয়ের সম্ভাবনায় ছিল পার্থ টেস্ট। শেষ দিনে যোগ হলো বৃষ্টি।

তার ওপর হঠাৎ করেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল জনসন। বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের মুখ দেখলেও বিদায়ী টেস্টের শেষ ইনিংসে উজ্জ্বল ছিলেন জনসন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২৯ রানের পাশাপাশি নিউজিল্যান্ডের দু’টি উইকেটই তুলে নেন ৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

স্কোর: অস্ট্রেলিয়া – ৫৫৯/৯ ডিক্লে. ও ৩৮৫/৭ ডিক্লে.
নিউজিল্যান্ড – ৬২৪ ও ১০৪/২ (২৮ ওভার)

মঙ্গলবার (১৭ নভেম্বর) আগের দিনের করা দুই উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অজিরা। ১২ রান যোগ হতেই স্টিভেন স্মিথ (১৩৮) ও অ্যাডাম ভোজেসের (১১৯) ২২৪ রানের জুটি ভাঙে। সাত উইকেটে ২৮৫ রান তোলার পরই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জয়ের জন্য কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ৩২১ রান।

তবে ব্ল্যাক ক্যাপসদের ধীর গতির ব্যাটিংয়ে জয়ের কোনো লক্ষণই ছিল না। ড্রয়ের লক্ষ্য নিয়েই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। তবে অজিদের বোলিং আক্রমণ ছিল নজরকাড়া। যেন কিউইদের ‍অলআউট করার মিশন নিয়েই মাঠে নামে জনসন-স্টার্করা! ৪৪ রানের মধ্যেই দুই ওপেনার টম লাথাম (১৫) ও মার্টিন গাপটিলকে (১৭) সাজঘরে পাঠান মিচেল জনসন।

এরপর অবশ্য প্রথম ইনিংসের দুই নায়ক কেন উইলিয়ামসন (৩২) ও রস টেইলরের (৩৬) ব্যাটে ঘুরে দাঁড়ায় কিউইরা। দু’জনের অবিচ্ছিন্ন ৬০ রানের পার্টনারশিপের পর ২০ ওভার বাকি থাকতেই দু’দলের অধিনায়ক ড্র মেনে নেন।

উল্লেখ্য, ট্রান্স-তাসমান ট্রফির তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে স্মিথ-ওয়ার্নাররা। তাই সিরিজ হার এড়াতে অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে (২৭ নভেম্বর শুরু) কিউইদের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

** ক্রিকেটকে বিদায় জানালেন জনসন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।