ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে তিন ফরমেটের শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নিউজিল্যান্ড সফরে তিন ফরমেটের শ্রীলঙ্কা দল ছবি : সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টেস্ট স্কোয়াডে নতুন মুখ তিনজন।

মাত্র দু’টি টি-টোয়েন্টি খেলা লেগ স্পিনার জেফরি ভান্ডারসেকে তিন ফরমেটের স্কোয়াডেই রাখা হয়েছে।

প্রথমবারের মতো লঙ্কান দলে ডাক পেয়েছেন উদারা জয়সুরিয়া। এ বাঁহাতি ব্যাটসম্যান ১৫ সদস্যের টেস্ট দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে, সর্বশেষ তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার ইসুরু উদানাকে টি-২০ দলে ফিরেছেন। তিন বছরেরও অধিক সময় পর ওয়ানডে দলে ডাক পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান চামারা কাপুগেদারা।

টেস্ট দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও দলের ‍বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান। তবে যথারীতি ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন থিরিমান্নে। অন্যদিকে, ওডিআই স্কোয়াডে না থাকলেও টেস্ট ও টি-২০ স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান কিথুরুয়ান ভিতানাগে।

ডানেডিনে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্ট হ্যামিল্টনে (১৮-২২ ডিসেম্বর)। এর পরেই চার ম্যাচের ওডিআই সিরিজ মাঠে গড়াবে। ২৬, ২৮, ৩১ ডিসেম্বর প্রথম তিনটি ওয়ানডে শেষে আগামী বছরের ২ জানুয়ারি চতুর্থ ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৭ ও ১০ জানুয়ারির টি-টোয়েন্টি ম্যাচ শেষে দেশে ফিরবে সফরকারীরা।

লঙ্কান টেস্ট স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসাল মেন্ডিস, উদারা জয়সুরিয়া, দিনেশ চান্দিমাল, কুসাল পেরেরা, মিলিন্ডা সিরিবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, দিমুথ করুণারাত্নে, ধাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমল, দুশমান্থা চামিরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা ও জেফরি ভান্ডারসে।

ওডিআই স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহি-অধিনায়ক), তিলেকারাত্নে দিলশান, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল, মিলিন্ডা সিরিবর্ধনে, ধানুস্কা গুনাথিলাকা, সাচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, ধাম্মিকা প্রসাদ, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমল, দুশমান্থা চামিরা, চামারা কাপুগেদারা ও জেফরি ভান্ডারসে।

টি-টোয়েন্টি স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুসাল পেরেরা, শিহান জয়সুরিয়া, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মিলিন্ডা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, কিথুরুয়ান ভিতানাগে, তিলেকারাত্নে দিলশান, নুয়ান কুলাসেকারা, দুশমান্থা চামিরা, থিসারা পেরেরা, জেফরি ভান্ডারসে, সাচিত্রা সেনানায়েকে ও ইসুরু উদানা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।