ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলকাতা মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কলকাতা মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারত ও আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে কলকাতা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজি০৯৫ ফ্লাইট যোগে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের যুবারা।



মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২০ নভেম্বর প্রথম ম্যাচে মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচটি ২১ নভেম্বর ভারত ও আফগানিস্তানের মধ্যে। এরপর ২২ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ। ২৩ নভেম্বর কোন ম্যাচ নেই। ২৪ নভেম্বর ভারতের বিপক্ষে ফের মাঠে নামবে মেহেদি হাসান মিরাজের দল।

২৫ নভেম্বর আফগনিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। ২৬ তারিখ কোন ম্যাচ নেই। ২৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ফাইনাল ম্যাচটি হবে ২৯ নভেম্বর।

প্রতিটি ম্যাচই হবে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধি), নাজমুল হোসেন শান্ত (সহ অধি), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান (উই), শফিউল হায়াত, সাইদ সরকার, মেহেদি হাসান, মো: আব্দুল হালিম, সাইফ উদ্দিন, সালেহ আহমেদ শাওন, আরিফুল ইসলাম, সঞ্জিত সাহা, রিফাত প্রধান।

স্ট্যান্ড বাই: মোসাব্বেক হোসেইন, মুনিম শাহরিয়ার, নাহিদ হাসান, জাকির আলী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।