ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জনসনের অবসরে ডাক পেলেন প্যাটিনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জনসনের অবসরে ডাক পেলেন প্যাটিনসন ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থ টেস্ট শেষে মিচেল জনসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন।

দেড় বছরেরও অধিক সময় পর সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসার।

অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা উসমান খাজার পরিবর্তে টেস্ট স্কোয়াডে ফিরেছেন শন মার্শ। অফস্পিনার নাথান লিওনের বিকল্প হিসেবে ১টি টেস্ট খেলা স্টিভ ও’কিফিকে দলে রাখা হয়েছে।

আগামী ২৭ নভেম্বর অ্যাডিলেড ওভালে বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্ট শুরু হবে। ট্রান্স-তাসমান ট্রফির তিন ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে অজিরা। সিরিজ হার এড়াতে অ্যাডিলেড টেস্টে কিউইদের জয়ের বিকল্প নেই।

অ্যাডিলেড টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক) ডেভিড ওয়ার্নার, জো বার্নস, অ্যাডাম ভোজেস, শন মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল মার্শ, নাথান লিওন, স্টিভ ও’কিফি, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন ও পিটার সিডল। ‍

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।