ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বপ্ন সত্য হবে কামরুল ইসলাম রাব্বির

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
স্বপ্ন সত্য হবে কামরুল ইসলাম রাব্বির ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ছোট বেলা থেকেই মাশরাফি ভাইকে (মাশরাফি বিন মর্তুজা) আইডল হিসেবে দেখছি। বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর স্বপ্ন দেখতাম যে ওনার সঙ্গে বল করছি।

সেই স্বপ্ন সত্য হতে যাচ্ছে ভেবে দারুণ অনুভব করছি’-বললেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার কামরুল ইসলাম রাব্বি। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বেই তিনি খেলবেন।
 
বুধবার (১৮ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজ দলের অনুশীলনে এসে এমন মনোভাব ব্যক্ত করলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন জায়গা পাওয়া এই টাইগার পেসার।
 
এ সময় তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ যার প্রতিটি ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। এমন বড় বড় দুটি টুর্নামেন্টের আগে নিজেদের দক্ষতা বাড়াতে বিপিএল বেশ কার্যকর ভুমিকা পালন করবে’।
 
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে কামরুলের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া ছিল। সেই ম্যাচগুলোতে তিনি যা যা শিখেছেন তাই এবার বিপিএলে প্রয়োগ করতে চাইছেন। আর এর ফলে দল সাফল্য পাবে বলেও মনে করছেন তিনি।
 
এদিকে বিপিএলের কোন ম্যাচেই চাপ নিতে চাইছেন না রাব্বি। নিজের সহজাত খেলাটি খেলেই দলকে সাফল্য এনে দিতে পারবেন বলে বিশ্বাস করেন এই কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার।
 
২২ নভেম্বর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার বিপিএল যাত্রা শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
 
বাংলাদেশ সময় ১৬৩৫ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।