ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মুশফিকের লক্ষ্য সেরা দুই

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিপিএলে মুশফিকের লক্ষ্য সেরা দুই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে সিলেট সুপারস্টারসকে সেরা দুই’র মধ্যে রাখতে চান দলটির আইকন প্লেয়ার ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর এই লক্ষ্যে প্রতিটি ম্যাচেই সেরা একাদশের সমন্বয়ে সেরা খেলাটিই খেলতে হবে বলেও তিনি মনে করেন।


 
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সিলেট সুপাস্টারসের অনুশীলনের সময় সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
 
এ সময় মুশফিক আরও জানান, এবারের বিপিএলে শুধু তার দল সিলেটই নয়, প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সমন্বয়ে অন্যান্য ৫টি দলও বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আর বিশেষ করে সিলেটের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পেসার, লেফ্ট ও রাইট আর্ম স্পিনার, হার্ড হিটার ও টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে এবারের আসরে আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে তবে জয় পরাজয় নির্ভর করছে আমাদের মাঠের পারফরম্যান্সের ওপর’।
 
মুশফিকের দল সিলেটে রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শহীদ, শহি আফ্রিদি ও সোহেল তানভিরের মতো ভাল বোলাররা রয়েছেন। কিন্তু ইনজুরির কারণে শঙ্কা থাকায় পুরো টুর্নামেন্টেই নাও খেলতে পারেন টাইগার পেসার রুবেল আর এই জন্য দলটি কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে বলে বিশ্বাস করেন মুশফিক।
 
এদিকে আসছে ২০১৬’র ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও তার পরের মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শানিয়ে নিতে বিপিএলে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন মুশফিক।

এছাড়া বিপিএলে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি ও শোয়েব মালিকদের মত টি-২০’র স্পেশালিস্টরদর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ থাকায় যা যে কোন ক্রিকেটারের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের একটি বড় জায়গা বলেও মত দিলন তিনি। আর এই প্রসঙ্গে ২০১২ এর স্মৃতি চারণ করতে ভুললেন না মিস্টার ডিপেন্ডেবল। বললেন ‘২০১২তে বিপিএলের প্রথম আসর খেলার কারণেই আমরা এশিয়া কাপে ভালো পরর্ফম করেছিলাম’।
 
গত ২২ অক্টোবর বিপিএলের প্লেয়ার বাই চয়েসের দিন মুশফিককে আইকন প্লেয়ার হিসেবে পেয়ে সিলেট সুপারস্টারসের ফ্রেঞ্চাইজি বলেছিলেন ‘আমরা আমাদের পছন্দের আইকনকেই পেয়েছি’। আর মুশফিকের প্রতি দলটির এমন আস্থার জবাব মুশফিক মাঠের খেলা দিয়েই দিতে চাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।