ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্লোজ ম্যাচ জিতলে আনন্দ লাগে: সাকিব

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ক্লোজ ম্যাচ জিতলে আনন্দ লাগে: সাকিব ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ম্যাচ শেষে সংবাদ সম্মলনে বেশ হাসি মুখেই এলেন সাকিব। হাসি মুখে না থাকার কোন কারণও অবশ্য নেই।

বিপিএলের এবারের আসরে ৪ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তার দল রংপুর রাইডার্স। দুই ম্যাচেই আবার টানা জয়।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকাকে হারিয়ে পরের দিনই আবার দলটি হারায় সিলেটকে। রংপুরের দেয়া ১১০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৩ রানে থেমে যায় সিলেটের ইনিংস। আর এই জয়টি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল জানালেন ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট সুপারস্টারস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর দলপতি সাকিব বলেন, এই জয়ে আমরা অনেক এগিয়ে গেলাম। আশা করছি টুর্নামেন্টে ১ বা ২ নম্বরে থাকতে পারবো। আর ক্লোজ ম্যাচগুলো জিতলে আনন্দ লাগে।
 
এবারের বিপিএলে উইকেট একবারেই ভাল আচরণ করছে না। প্রতিটি ম্যাচই কেন এমন লো-স্কোরিং হচ্ছে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘প্রতিদিন খেলা হওয়ায় উইকেট কোন বিশ্রাম পাচ্ছেনা বলেই ‍দিন দিন উইকেট স্লো হয়ে আসছে। উইকেটের বিশ্রাম দরকার। আজকের ম্যাচে যে উইকেট ছিল তাতে এতো কম রান হবার কথা না। এই উইকেটে ১৩০-১৩৫ রান হতে পারতো। কিন্তু আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা সেট হতে পারেনি। ’

ব্যাট হাতে এ দিন ৩৭ বলে ৩৩ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন সাকিব। দলটির বিপক্ষে এই স্কোর নিয়েই সন্তুষ্ট সাকিব, ‘যতটুকুই ব্যাটিং করেছি, ভাল করেছি। এমন পারফরমেন্স পরের ম্যাচগুলোতে কাজে আসবে। ’
  
এর আগে ব্যাট হাতে গেল ৩ ম্যাচের প্রথমটিতে ১, পরেরটিতে ৬ ও তৃতীয়টিতে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

ব্যাট হাতে নিজেকে ফিরে পাবার আগে বিপিএলের এই আসরে বল হাতে নিজেকে ফিরে পেয়েছেন রংপুর দলপতি। সাকিব প্রথম ম্যাচে উইকেট শূন্য থাকলেও নিজেদের দ্বিতীয়টিতে ৩টি, তৃতীয়টিতে ৪টি আর এই ম্যাচে পেয়েছেন ৩টি উইকেট। ব্যাটিংয়ের পর বল হাতেও এমন ধারাবাহিক পারফরমেন্স নিয়ে সাকিব বললেন, ‘আমি দেশে এবং দেশের বাইরে যেখানেই খেলি, চেষ্টা করি নিজের সেরা খেলাটি খেলতে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।