ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বরিশালে শোভাযাত্রায় বুলসের ক্রিকেটাররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বরিশালে শোভাযাত্রায় বুলসের ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট।

আসন্ন আসরে শিরোপার অন্যতম দাবীদার বরিশাল বুলস। শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, ক্রিস গেইল, মোহাম্মদ সামি, ব্রেন্ডন টেইলরদের নিয়ে সাজানো হয়েছে এবারের দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হয়ে গেল বরিশাল বুলসের শোভাযাত্রা। তবে, একদিন আগে থেকেই বরিশাল বুলসের শোভাযাত্রাকে কেন্দ্র করে নগরীতে ব্যানার ফ্যাষ্টুন ও প্লাকার্ড লাগানো হয়। আর বৃহস্পতিবার সকাল থেকেই বরিশাল নগরীর জিলা স্কুলের মোড়, বঙ্গবন্ধু উদ্যান ও সদররোড সহ অশ্বিনী কুমার হল চত্ত্বরে ছিলো হাজার কিশোর,যুবক, তরুনীদের ভীড়।

বেলা ১২ টায় হঠাৎ করেই বরিশাল ক্লাব কেন্দ্রীক ও বঙ্গবন্ধু উদ্যানে মানুষের ভীড় বেড়ে যায়। হাতে সাদা রংয়ের কাপড়ে বরিশাল বুলস এর লোগো সম্মলিত ফ্লাগ, মাথায় কাগজের ক্যাপ ও রং বে-রংয়ের জার্সি পরিহিত অসংখ্য সমর্থকের মিলনমেলা ঘটে সেখানে।

কারণ একটাই, বরিশালের নামে বরিশাল বুলসের তারকারা এসেছেন। তাদের একনজর দেখা ও সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করার লক্ষ্য নিয়ে আসেন সবাই।

দলের সমর্থনে দুপুর ১টায় ‘বরিশাল বুলস’র বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে বরিশালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পূর্বে মালিক, খেলোয়ারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বরিশাল জিলা স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শুরুতে ছিল মটরসাইকেল বহর। মাঝে অসংখ্য ক্রিকেট প্রেমীদের সঙ্গে বরিশাল বুলসের মালিক, খেলোয়ারদের গাড়ি বহর আর পেছনে ছিল বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যরত হাজারো সমর্থক।
 
আর কন্ঠশিল্পী আসিফের গাওয়া থিম সং ‘বরিশাল বুলস সামাল সামাল’ এ মুখরিত হয়ে উঠে পুরো শোভাযাত্রা।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল বুলস এর বরিশাল বিভাগীয় আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

শোভাযাত্রা শেষে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের অয়োজন করা হয়। সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বরিশাল বুলসের সত্ত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু বরিশালবাসীর উপস্থিতি দেখে অভিভূত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এবার বিপিএল ক্রিকেটে বরিশাল বুলস চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে বরিশালবাসীর সমর্থন কামনা করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস এবং সোহাগ গাজী।

সমাবেশে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভাগীয় সদস্য সচিব গাজী নঈমুল হোসেন লিটু উপস্থিত ছিলেন।

বরিশাল গ্রুপ পর্বে বাকি পাঁচ দলের বিপক্ষে মোট ১০ টি ম্যাচ খেলবে। এরমধ্যে ৭টি অনুষ্ঠিত হবে ঢাকায়, বাকি ৩টি চট্টগ্রামে। এবারের আসরে তারা প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে আগামী ২৩ নভেম্বর, মিরপুরে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।