ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের ইনজুরি, শঙ্কিত অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ওয়ার্নারের ইনজুরি, শঙ্কিত অজিরা ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন দলটির ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে ব্যথা পান তিনি।

এক মাসের মধ্যে জাতীয় দলে ফেরার পর আবারও হাতের আঙ্গুলে চিড় ধরলো ওয়ার্নারের।

অনুশীলনের সময় উঁচু ক্যাচ নিতে গিয়ে আঘাত পান ওয়ার্নার। পরে অজি টিম ডক্টর পিটার ব্রুকনানের সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান বাঁহাতি এ ব্যাটসম্যান। কিন্তু ড্রেসিং রুমে কিছু সময় কাটানোর পর আবারও অনুশীলনে ফেরেন তিনি। এ সময় ওয়ার্নার নেটে ব্যাটিং অনুশীলন করেন।

আঙ্গুলের চোট সম্পর্কে জানাতে গিয়ে ২৯ বছর বয়সী এ তারকা বলেন, ‘ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টের সময় একই জায়গায় ব্যথা পেয়েছিলাম। সেই ব্যথা আমি এখনও বয়ে বেড়াচ্ছি। ’

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ খেলার পর আঙ্গুলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ওয়ার্নার। আর স্থগিত হওয়া বাংলাদেশ সফরেও বাতিল করা হয় তার নাম।

এদিকে কিউইদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়ার্নার। ব্রিসবেনে প্রথম টেস্টে ১৬৩ ও ১১৬ রান করেন। আর পার্থে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ২৫৩ রানের ইনিংস। তাই অ্যাডিলেডে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টটির আগে তার সুস্থতা কামনা করছে টিম অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।