ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠের প্রতিযোগিতায় সন্তুষ্ট পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
মাঠের প্রতিযোগিতায় সন্তুষ্ট পাপন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শুরুতেই হয়েছে নানা বিতর্ক। পেছনের দুই আসরের সমস্য কাটিয়ে উঠলেও নতুন আঙ্গিকে শুরু হওয়া বিপিএলে এবার উদ্ভূত হয়েছে নতুন সমস্য।



বিপিএলের তৃতীয় ম্যাচ শেষে সিলেট সুপারস্টারসের মালিকপক্ষের বিরুদ্ধে বিসিবিতে লিখিত ও মৌখিক অভিযোগ করেন তামিম ইকবাল। জাতীয় দলের এ ক্রিকেটারের অভিযোগ তার সাথে বাজে ব্যবহার করেছেন সিলেট সুপারস্টারসের মালিকপক্ষের এক ব্যক্তি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, এটি ছাড়া এবারের বিপিএলে আর কোনো সমস্যই নেই।  

বুধবার (২৫ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে বিপিএলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পাপন। এ সময় তিনি জানান, এর আগে যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান হয়েছে। এখন আবার নতুন সমস্যার উদ্ভব হয়েছে। আসলে সিলেট এবং চট্টগ্রামের ম্যাচটিকে আমি কোনো সমস্যাই মনে করি না। শুধুমাত্র তামিম যে অভিযোগ করেছে সেটা ছাড়া। ’

বিপিএলকে ঘিরে নতুন একটা বিতর্কের জন্ম হলেও এবার স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ও মাঠের প্রতিযোগিতা দেখে মুগ্ধ নাজমুল ‍হাসান, ‘সবচেয়ে ভালো লাগছে ম্যাচগুলোতে এতো প্রতিযোগিতা হচ্ছে। যা আমরা কল্পনাও করতে পারিনি। বিপিএলের এখন পর্যন্ত এটা বড় একটি অর্জন। টিমগুলোর মধ্যে সবাই ব্যালেন্স। আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের কারনে একটি নিশ্চিত হারা ম্যাচও জিতে যাচ্ছে। ’

খেলোয়াড়দের পাওনা ও ফিক্সিং নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যর উদ্ভব না হওয়াতে খুশি নাজমুল হাসান, ‘এবারের বিপিএল আমরা নতুন আঙ্গিকে করার চেষ্টা করেছি। কিছু বিষয় পরিবর্তন হয়েছে। এর মধ্যে মূল ইস্যু যেগুলো ছিল তার পুনরাবৃত্তি আমরা এখন পর্যন্ত পাইনি। আগে পেমেন্ট নিয়ে এবং ম্যাচ-ফিক্সিং নিয়ে নানা ধরনের সমস্যা ছিল। এবারের আসরে এখন পর্যন্ত সেই সমস্যাগুলো আমরা দেখিনি। ’

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।