ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লজ্জায় ডুবলো দ.অাফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
লজ্জায় ডুবলো দ.অাফ্রিকা ছবি: সংগৃহীত

ঢাকা: নাগপুরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামে, দলটির স্কোর তখন ছিল ১১ রানে দুই উইকেট। তবে প্রোটিয়ারা হয়তো নিজেরাও জানতো না সামনে কি প্রকারের লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য।

অশ্বিন-জাদেজা স্পিন ভেলকিতে ৭৯ রানেই শেষ তাদের ইনিংস। সেই সঙ্গে ভারত গড়ে ফেললো প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে বেধে ফেলার রেকর্ড।

ভারতের ৮৩ বছরের টেস্ট ইতিহাসে এটিই প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করার রেকর্ড। এর আগে ১৯৯০ সালে শ্রীলঙ্কাকে ৮২ রানে অলআউট করা ছিল দলটির পূর্বের রেকর্ড।

এদিকে এই ইনিংসে প্রোটিয়াদের লজ্জা এক জায়গায় থেমে থাকেনি। দলটির টেস্ট ইতিহাসে ১১৩ বছর পর এত কম রানে অলআউট হলো। সর্বশেষ ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দ.আফ্রিকা।

প্রোটিয়াদের ইনিংসে মাত্র ১২ রানেই প্রথম পাঁচ উইকেটের পতন হয়। এটিও একরকম লজ্জা জনক খবর। কারণ ২০১২ সালে জিম্বাবুয়ের নেপিয়ার ইনিংস বাদ দিলে গত ৬৩ বছরে এমন ঘটনা আর ঘটেনি। তবে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট হারানোর রেকর্ড কিন্তু ভারতেরই। ১৯৫২ সালে ইংল্যান্ডের ওভালে মাত্র ৬ রান তুলতেই প্রথম পাঁচ উইকেট হারায় ভারত।

দক্ষিণ আফ্রিকা বর্তমানে টেস্টে এক নম্বর দল। তবে এবারের ভারত সফরে তার কোন ছিটেফোঁটাও পাওয়া যাচ্ছে না দলটির মাঝে। দলটির বাঘা-বাঘা ব্যাটসম্যানরা কুপোকাত হয়ে যাচ্ছেন ভারতীয় স্পিন মেশিনের কাছে। চার ম্যাচের সিরিজে এরই মধ্যে ১-০তে পিছিয়ে রয়েছে আমলা-ডি ভিলিয়ার্সরা। তাই দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ হারের শঙ্কা রয়ে যাচ্ছে দলটির সামনে।

এ ইনিংসে অশ্বিন ৫টি, জাদেজা ৪টি আর অমিত মিশ্র একটি উইকেট দখল করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।