ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গার ব্যাটে ঢাকার সংগ্রহ ১৬৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সাঙ্গার ব্যাটে ঢাকার সংগ্রহ ১৬৬ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে লড়ছে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সুপারস্টারস। কুমার সাঙ্গাকারার ঢাকা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

মুশফিকুর রহিমের সিলেটের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ঢাকা ১৬৬ রান সংগ্রহ করেছে। ঢাকার দলপতি সাঙ্গাকারা অর্ধশতক হাঁকিয়ে খেলেছেন অসাধারণ একটি ইনিংস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। ওপেনার সৈকত আলিকে (০) নাসুম আহমেদের তালুবন্দি করে ফিরিয়ে দেন সিলেটের পেসার মোহাম্মদ শহীদ। দলীয় ৩৩ রানের মাথায় আরেক ওপেনার সাদমান ইসলাম ফিদেল অ্যাওয়ার্ডসের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। বিদায়ের আগে সাদমানের ব্যাট থেকে আসে ১৫ রান।

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন দলপতি সাঙ্গাকারা এবং চার নম্বরে নামা টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। এ জুটি থেকে আসে আরও ৬৬ রান। দলীয় ১৪তম ওভারের পঞ্চম বলে নাসিরকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ। ২৯ বলে তিনটি ছক্কায় নাসির ৩৩ রান করে বোল্ড হন তিনি।

১৭তম ওভারের তৃতীয় বলে লাহিরু থিরিমান্নেকে (১৩) ফিরিয়ে দেন মুনাবেরা। তবে, ব্যাটিং ক্রিজের আরেক প্রান্তে দাঁড়িয়ে কুমার সাঙ্গাকারা খেলেন ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। তার ৫৬ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মার। ১৯তম ওভারে মোহাম্মদ শহীদের বলে মুমিনুলের তালুবন্দি হন ঢাকার অধিনায়ক।

সিলেটের হয়ে দুটি উইকেট তুলে নেন মোহাম্মদ শহীদ। এছাড়া একটি করে উইকেট পান ফিদেল অ্যাওয়ার্ডস, মুনাবেরা এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।