ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে মুস্তাফিজ, চারে তাসকিন, নয়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
শীর্ষে মুস্তাফিজ, চারে তাসকিন, নয়ে মাশরাফি

ঢাকা: ২০১৫ সালকে বিদায় দিয়ে ২০১৬ সালকে স্বাগত জানানোর অপেক্ষায় প্রত্যেকটি মানুষ। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের হিসেবে চলতি বছর বাংলাদেশ থেকে শীর্ষ ব্যক্তি হিসেবে যাদের খোঁজ করা হয়েছে তাদের মধ্যে এক নম্বরে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।



গুগল ২০১৫ সালের তথ্য খোঁজার ধারা বা সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। আর তাতেই শীর্ষে মুস্তাফিজ (ব্যক্তি)। প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি মিসাইলম্যান খ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের থেকেও বেশি খোঁজা হয়েছে সম্প্রতি আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া মুস্তাফিজকে।

সদ্য সমাপ্ত বিপিএলের চ্যাম্পিয়ন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে এবং টাইগার পেসার তাসকিন আহমেদকে খোঁজার তালিকায় শীর্ষ দশে রেখেছে। তবে, ম্যাশের থেকে বেশি খোঁজা হয়েছে তাসকিনকে। তালিকায় শীর্ষ চারে রয়েছেন তাসকিন আর নয় নম্বরে রয়েছেন মাশরাফি।
 
২০১৫ সালে বাংলাদেশ থেকে খোঁজ করা গুগলের সার্চ ট্রেন্ড হিসেবে শীর্ষ দশ ব্যক্তি:

১. মুস্তাফিজুর রহমান (ক্রিকেটার)

২. এ পি জে আবদুল কালাম (বিজ্ঞানী)

৩. রাধিকা আপ্তে (ভারতীয় অভিনেত্রী)

৪. তাসকিন আহমেদ (ক্রিকেটার)

৫. আরিয়েল উইন্টার (আমেরিকান অভিনেত্রী, গায়িকা, মডেল)

৬. রন্ডা রোজি (আমেরিকান মার্শালআর্ট,জুডো খেলোয়াড় ও অভিনেত্রী)

৭. সায়েম সাদাত (২৭ বছর বয়সে মৃত্যুবরণ করা বাংলাদেশি অভিনেতা ও মডেল)

৮. সানি লিওন (অভিনেত্রী)

৯. মাশরাফি বিন মুর্তজা (ক্রিকেটার)

১০. কারিশমা তান্না (ভারতীয় অভিনেত্রী ও মডেল)

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।