ঢাকা: ক্যারিয়ারের শুরু থেকেই বোলিংয়ে দাপট দেখিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে টানা সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন এ বাঁহাতি পেসার।
বয়সে দু’জনের ১৮ বছরের ফারাক হলেও তরুণ মুস্তাফিজের সঙ্গ বেশ উপভোগ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি।
শনিবার (০৫ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
মুস্তাফিজ সম্পর্কে এ লংকান বলেন, ঢাকা ডায়নামাইটসে মুস্তাফিজের সাথে সময়টা উপভোগ করছি। সে খুবই ভালো বোলার। ও (মুস্তাফিজ) এখনো তরুণ, সে হিসেবে যতো খেলতে সে ততোই শিখবে। তার মধ্যে শেখার তাড়না আছে। সে বাংলাদেশের হয়েও ভালো কিছু করবে।
বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বর্ষসেরা তালিকায় থেকে একটু অবাকই হয়েছেন সাঙ্গাকারা, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারাটা অবশ্যই সম্মানের বিষয়। এই দলে মুস্তাফিজও আছে। সে ভালো খেলে দাবিটা জানিয়ে রেখেছিলো। আমি এর মধ্যই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে। ’
আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াড:
তিলকারত্নে দিলশান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, রস টেলর, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান ও ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস