ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ইনজুরির কারণে বাদ পড়লেন ধামিকা প্রসাদ। কুইন্সটাউনে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন ডানহাতি এ ফাস্ট বোলার।
প্রসাদের পরিবর্তে কিউইদের বিপক্ষে দুটি টেস্টের জন্য নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে। ফার্নান্দো এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি।
এর আগে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ সফরে লঙ্কান টেস্ট স্কোয়াডে ফার্নান্দোকে নেওয়া হয়েছিল। এছাড়া গত আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষেও ছিলেন স্কোয়াডে। তবে কোন ম্যাচেই মূল একাদশে সুযোগ পাননি ২৪ বছর বয়সী এ তরুণ বোলার।
এদিকে প্রসাদের ইনজুরিতে বড় ধরনের ক্ষতি হয়ে গেল শ্রীলঙ্কার। গত কয়েক বছরে দলের মূল পেসার হিসেবে দায়িত্ব পালন করা প্রসাদ চলমান সফরেও ছিলেন লঙ্কানদের ভরসার নাম। এ ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শঙ্কায় রয়েছেন ৩২ বছর বয়সী এ বোলার। তবে শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজে তাকে দলে পাওয়ার আশা করছেন।
দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করছে শ্রীলঙ্কা। ১৪ ডিসেম্বর ডুনেডিনে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৫
এমএমএস