ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এসএলসি’র ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
এসএলসি’র ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন রানাতুঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন। অন্যদিকে, রানাতুঙ্গার ভাই ও সাবেক বোর্ড সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



আগামী ৩ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড কর্তাদের নাম চূড়ান্ত হবে। এর সার্বিক তত্ত্বাবধানে থাকবে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রনালয়। গত এপ্রিল থেকে অন্তর্বর্তীকালীন বোর্ড কমিটির মাধ্যমে ক্রিকেট বোর্ড পরিচালিত হয়ে আসছে।

দুই জনের ভাইস প্রেসিডেন্ট পদে রানাতুঙ্গা ছাড়াও আরো চারজন প্রার্থী রয়েছেন। এরা হলেন জয়ন্ত ধর্মদাসা, কে মাথিভানান, শামি সিলভা ও অাসাঙ্গা সেনেভিরাতনে।

প্রেসিডেন্ট পদে লড়বেন তিনবারের এসএলসি প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা। মোট চারজন লঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা জয়ন্ত ধর্মদাসাও প্রতিদ্বন্দ্বিতা করবেন। রানাতুঙ্গার ভাই তো আছেনই। সঙ্গে রয়েছেন সুমিথ পেরেরা।

প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছাড়াও সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কোষাধ্যক্ষ ও সহকারী কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুই বছর এসএলসির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা হিরন্ত পেরেরা ও মোহন ডি সিলভা এবার সেক্রেটারি পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।