ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজের সঙ্গে দুই কোটি রূপি টিম ইন্ডিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সিরিজের সঙ্গে দুই কোটি রূপি টিম ইন্ডিয়ার ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকাকে চার ম্যাচ টেস্ট সিরিজে ৩-০তে হারিয়ে সিরিজ নিজেদের কাছে রাখা স্বাগতিক ভারত পুরস্কার হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে দুই কোটি ভারতীয় রূপি পাচ্ছে। বিসিসিআই মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ ঘোষণা দেয়।



বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া শেষ ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় সফরকারী দ. আফ্রিকাকে ৩৩৭ রানের বিশাল ব্যবধানে হারায়। তবে, তার আগেই তৃতীয় টেস্ট শেষে সিরিজ নিশ্চিত করে টিম ইন্ডিয়া। আর সে ম্যাচে সিরিজ খুঁইয়ে বিদেশের মাটিতে নয় বছর পর সিরিজ হারায় প্রোটিয়ারা।

দুই দলের মধ্যকার প্রথম টেস্টে মোহালিতে টিম ইন্ডিয়া জয় পায় ১০৮ রানের। ব্যাঙ্গালুরুর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। ১-০তে এগিয়ে থাকা বিরাট কোহলির দল তৃতীয় টেস্টে নাগপুরের সমালোচিত উইকেটে জয় তুলে নেয় ১২৪ রানের ব্যবধান নিয়ে। আর চতুর্থ টেস্টে প্রোটিয়াদের ৩৩৭ রানে হারিয়ে সিরিজ জেতে ৩-০ ব্যবধানে।

সিরিজ জয়ের একদিন পর মঙ্গলবার বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট দলকে দুই কোটি রূপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি নির্ধারণ অনুষ্ঠানে বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা উপস্থিত থেকে এ সিদ্ধান্ত নেন।

সিরিজ হারলেও আইসিসির টেস্ট ৠাংকিংয়ে এক নম্বর দল হিসেবেই রয়েছে দ. আফ্রিকা। ভারত সিরিজ জিতলেও তালিকায় দুই নম্বরে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।