ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে, রাজকোট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে, রাজকোট

ঢাকা: দুই মৌসুমের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল হয়েছে পুনে ও রাজকোট। নিষিদ্ধ থাকা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে ২০১৬ ও ২০১৭ আসরে এ দু’দল অংশ নেবে।



আগামী বছরের ৯ এপ্রিল আইপিএলের নবম আসরের পর্দা উঠবে। ভারতের কলকাতায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষের ছয়দিনের মাথায় উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানায়, বেঙ্গালুরুতে ৬ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে।

নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল পুনে ও রাজকোট কিনে নিয়েছেন যথাক্রমে ভারতীয় স্বনামধন্য ব্যবসায়ী সঞ্জীব গোয়েনকা ও মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইনটেক্স’।

প্রসঙ্গত, আইপিএলের ২০১৩ আসরে দুর্নীতি কেলেঙ্কারির দায়ে গত জুলাইয়ে চেন্নাই ও রাজস্থানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।