ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি একাদশে অভিষিক্ত প্যারিস-বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
অজি একাদশে অভিষিক্ত প্যারিস-বোল্যান্ড স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিস / ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো অজি দলে সুযোগ পাওয়ার পর এবার ওয়ানডে অভিষেকের প্রহর গুনছেন দুই পেসার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ড।

পার্থ ওয়ানডের জন্য দু’জনকেই একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পার্থে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৫, ১৭, ২০ ও ২৩ জানুয়ারি। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে। ওয়ানডে শেষে রয়েছে তিন ম্যাচের (২৬, ২৯, ৩১ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়া একাদশ (প্রথম ওয়ানডে): স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জেমস ফকনার, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিস।

ভারতের সম্ভাব্য স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, গুরকিরাত সিং/মানিশ পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, বারিন্দার শ্রান, ইশান্ত শর্মা/আক্সার প্যাটেল/রিশি ধাওয়ান।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।