ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নবম আইপিএলের নিলামে থাকবেন টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নবম আইপিএলের নিলামে থাকবেন টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের রাখা হবে। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।



বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার, কাটার স্পেশালিস্ট খ্যাত মুস্তাফিজুর রহমান, পেসার তাসকিন আহমেদের মতো তারকারা আসন্ন আইপিএলের নিলামে উঠবেন বলে জানা যায়। এর আগে একবার আইপিএলে দল পেয়েছিলেন তামিম। তবে সেবার একটি ম্যাচও খেলা হয়নি তার। প্রথমবারের মতো মুস্তাফিজ, সৌম্য ও তাসকিনকে দেখা যেতে পারে আইপিএলের আসর মাতাতে।

জালাল ইউনুস জানান, আইপিএলের গভর্নিং বডি বিসিবির কাছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম চেয়ে অনুরোধ করেছে। তাদের অনুরোধে সাড়া দিয়ে ক্রিকেটারদের নিলামে তোলার জন্য আমরা নিলামের সম্ভাব্য তারিখের আগেই তামিম, মুস্তাফিজ, তাসকিন, সৌম্যসহ আরও বেশ কিছু ক্রিকেটারদের নাম পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আইপিএলের নবম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় টাইগার ক্রিকেটাররা যেকোনো দল পেতে পারেন এমনটাই আশা করছে সবাই।

আগামী ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের নিলাম।

নবম আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আরেকবার মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৬’র আসরে দলটির ফ্রাঞ্চাইজি সাকিবকে এবারও ধরে রেখেছে। ফলে, তাকে নিলামে তোলা হবে না।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।