ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ালটন টি-২০ ক্রিকেট সিরিজ

সামনের ম্যাচেও সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সামনের ম্যাচেও সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: ‘সিরিজ জয় বাঁচাতে সামনের ম্যাচেও সুযোগ নিতে চাই। সিরিজে ফিরতে পেরে ভালো লাগছে।

আজ একটি পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পেরেছি আমরা। শেষ ম্যাচটি আমাদের জন্য বড় একটি সুযোগ বলে মনে করছি’।

বুধবার (২০ জানুয়ারি) ওয়ালটন টি-২০ সিরিজের দুই ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচে বিজয়ের স্বাদ নিয়ে প্রেস-ব্রিফিংয়ে এমনটিই বললেন জিম্বাবুয়ের আলরাউন্ডার ম্যালকাম ওয়ালার।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির সঙ্গে একই সুরে সুর মিলিয়ে ওয়ালার জানান, বৃষ্টিতে তাদেরও কিছুটা সমস্যা হয়েছে।

চিগুম্বুরাকে আজকের খেলায় কেন নামানো হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কিছু না। তাকে বিশ্রামে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তবে শেষ ম্যাচটিতে আমরা আরেকবার সুযোগ নিতে চাই।

বুধবার (২০ জানুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জয়ের জন্যই মাঠে নেমেছিল। কিন্তু মেঘলা আবহাওয়ায় শেষ পর্যন্ত জয় হয়েছে সফরকারী দলের। জিম্বাবুয়ের দেওয়া ১৮৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৫৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআরএম/আইএ

** বৃষ্টি জিম্বাবুয়েকে বেশি সহায়তা করেছে
** সিরিজ জিততে শেষ ম্যাচের অপেক্ষা
** জয় থেকে অনেক দূরে বাংলাদেশ
** হাফ-সেঞ্চুরি করে ফিরলেন সাব্বির
** সৌম্যকে ফেরালেন ক্রেমার
** সাব্বির ঝড়ে ধুঁকছে জিম্বাবুয়ে
** সৌম্য-সাব্বিরে এগুচ্ছে রানের চাকা
** ব্যাটিংয়ে বাংলাদেশ
** বাংলাদেশের টার্গেট ১৮৮ রান
** সাকিবের তৃতীয় উইকেট, জিম্বাবুয়ে ১৬৯/৪
** আবারো সাকিবের আঘাত
** সাকিবের ৪০০, ফেরালেন মুতুমবামিকে
** বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা
** শহীদের শিকারে সাজঘরে মাসাকাদজা
** টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** তৃতীয় ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।