ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে আইরিশদের সংগ্রহ ২১২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কিউইদের বিপক্ষে আইরিশদের সংগ্রহ ২১২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: যুব বিশ্বকাপের একাদশতম আসরের ২০তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মাঠে নেমেছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের যুবারা। আগে ব্যাটিংয়ে নেমে কিউই যুবাদের ২১৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আইরিশরা।



কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ৪৮ ওভারের ম্যাচে আয়ারল্যান্ড এক বল বাকি থাকতে সবক’টি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেছে।

আইরিশ দলপতি ও ওপেনার জ্যাক টেকটর ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন। তার ৮৩ বলের ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কা। তিন নম্বরে নামা অ্যাডাম ডেনিসন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান। তার ৫৭ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি।

এছাড়া ৪৬ বলে ৩৪ রান করেন চার নম্বরে নামা গ্যারি ম্যাকক্লিনটক। ১৪ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান লরকান টাকারের ব্যাট থেকে।

কিউই যুবাদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র ও জোস ফিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।