ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উপভোগ নয় উৎসাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
উপভোগ নয় উৎসাহ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মেহিদ হাসান মিরাজের অসাধারণ ফিল্ডিং কিংবা বল হাতে শাওন গাজীর জোরালো কোনো আবেদনে দর্শকদের চিৎকার ধ্বনি উঠছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আওয়াজ ছড়িয়ে পড়ছে স্টেডিয়ামের আশপাশের জায়গাজুড়ে।

তাতে যুব বিশ্বকাপের উত্তাপটা বেশ টের পাওয়া যাচ্ছে।   

স্টেডিয়ামের পূর্ব গ্যালারির উপরের অংশটি পরিপূর্ণ দর্শকে। গ্র্যান্ডস্ট্যান্ড, ভিআইপি গ্যালারি, উত্তর গ্যালারিতেও বেশ কিছু দর্শক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি তাতে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। তবে দর্শকরা মাঠে এসেছেন বাংলাদেশের ভবিষ্যত টাইগারদের উৎসাহ দিতে।

রাজধানীর উত্তরা থেকে খেলা দেখতে আসা রিপন শিকদার বাংলানিউজকে জানালেন তার মাঠে আসার কারণ, ‘বাংলাদেশ যুব দল খুব ভালো একটা পর্যায়ে আছে, এখন তাদের উৎসাহ যোগানোটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিমটা যেমন তাতে চ্যাম্পিয়ন হওয়া খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। এখন তাদের সাপোর্ট প্রয়োজন। যেটা ক্রিকেটারদের মাঝে উৎসাহ হিসেবে কাজ করবে। ’

রিপনের মতো হাজারো দর্শক জুনিয়র টাইগারদের উৎসাহ যোগাতে ছুটে এসেছেন মাঠে। বড় কোনো গৌরবের অংশ হতে পারার স্বপ্ন  তাদের মাঝেও। নেপালের বিপক্ষে ম্যাচ জিতলে প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফানালে উঠবে বাংলাদেশ। সেটি তো কম গৌরবের হবে না বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।