ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নিলাম

প্রথম রাউন্ডে সবচেয়ে দামি ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
প্রথম রাউন্ডে সবচেয়ে দামি ওয়াটসন ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৬’র প্রথম রাউন্ডের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলবেন শেন ওয়াটসন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডারকে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৫০ লক্ষ রুপিতে দলে ভেড়ায় ব্যাঙ্গালুরু।

ওয়াটসনের বেজ প্রাইজ ছিলো ২ কোটি।

এরআগে নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে বিক্রি হন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। ২ কোটি রুপিতে তার বেজ প্রাইজ থাকলেও আরেক নতুন দল গুজরাট লায়ন্সও তাকে দলে নিতে চায়। তবে শেষ পর্যন্ত পুনে ৩ কোটি ৫০ লক্ষ রুপিতে ডানহাতি এ ব্যাটসম্যানকে দলে নেয়।

পুনে ও গুজরাট ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়েন স্মিথকে নিয়ে বেশ লড়াই করে। তবে শেষ পর্যন্ত ৫০ লক্ষ রুপিতে বেজ প্রাইজ থাকা ডানহাতি এ ব্যাটসম্যানকে ২ কোটি ৩০ লক্ষ রুপিতে দলে ভেড়ায় লায়ন্স।

এদিকে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিলামে টানা-হেচড়া চলে ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে নিয়ে। কিংস ইলিভেন পাঞ্জাব তার বেজ প্রাইজ ২ কোটি রুপি দিয়ে দাম হাকানো শুরু করলেও শেষে পুনে ৩ কোটি ৮০ লক্ষ রুপিতে তাকে দলে নেয়। আর ৫ কোটি ৫০ লক্ষ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদে যান বাঁহাতি পেসার আশিষ নেহেরা।

গতবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে এবার দলে নিয়েছে হায়দ্রাবাদ। আর নিলামের শেষ ক্রিকেটার হিসেবে গুজরাটে ২ কোটি ৩০ লক্ষ রুপিতে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।

এদিকে বিস্মিত করার মতো ঘটনা ঘটেছে প্রথম দিনেই। প্রথম রাউন্ডের এ নিলামে অবিক্রিত রয়েছেন নিউজিল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এছাড়া অবিক্রিতের তালিকায় আরও রয়েছে অজি ওপেনার অ্যারন ফিঞ্চ।

নিলামে বিক্রিত ক্রিকেটার:
কেভিন পিটারসেন (বেজ প্রাইজ ২ কোটি) – ৩ কোটি ৫০ লক্ষ রাইজিং পুনে।

ডোয়েন স্মিথ (বেজ প্রাইজ ৫০ লক্ষ) - গুজরাট লায়ন্স ২ কোটি ৩০ লক্ষ।
 
ইশান্ত শর্মা (বেজ প্রাইজ ২ কোটি) – ৩ কোটি ৮০ লক্ষ রাইজিং পুনে।
 
শেন ওয়াটসন (বেজ প্রাইজ ২ কোটি) – ৯ কোটি ৫০ লক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আশিষ নেহরা (বেজ প্রাইজ ২ কোটি) – ৫ কোটি ৫০ লক্ষ হায়দ্রাবাদ।

যুবরাজ সিং (বেজ প্রাইজ ২ কোটি) – ৭ কোটি হায়দ্রাবা।

ডেল স্টেইন (বেজ প্রাইজ ১ কোটি ৫০ লক্ষ) – ২ কোটি ৫০ লক্ষ গুজরাট লায়ন্স।


অবিক্রীত ক্রিকেটার:
মার্টিন গাপটিল (বেজ প্রাইজ ৫০ লক্ষ)।

অ্যারন ফিঞ্চ (বেজ প্রাইজ ১ কোটি)।

** অর্থের হিসেব ভারতীয় রুপিতে দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।