ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিপক্ষ উইন্ডিজ বলেই দুর্ভাবণা নেই ওপেনিংয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
প্রতিপক্ষ উইন্ডিজ বলেই দুর্ভাবণা নেই ওপেনিংয়ে ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই বাংলাদেশকে ভুগিয়েছে ওপেনিং জুটি। কোনো ম্যাচেই বড় জুটি এনে দিতে পারেননি পিনাক ঘোষ-সাইফ হাসানরা।

পাওয়ার-প্লে’তে রান তোলাতেও অন্য দলগুলোর চেয়ে ঠের পিছিয়ে থাকতে হয়েছে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দলকে । ফলে চাপ বেড়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের।

মিডলঅর্ডার ব্যাটসম্যানরা সুনিপুন দক্ষতায় সে চাপকে জয় করে দলকে নিয়ে এসেছেন সেমিফাইনালে।

পেস আক্রমণে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল এবার স্বাগতিকদের প্রতিপক্ষ। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ন ম্যাচের আগে তাইতো ওপেনিং জুটি নিয়েই আলোচনা হচ্ছে বেশী।

বুধবার (১০ ফেব্রয়ারি) ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওপেনিংয়ে দুর্বলতা নিয়ে একাধিক প্রশ্ন এলো জুনিয়র টাইগারদের কোচ মিজানুর রহমান বাবুলের কাছে। মিজানুর রহমান অবশ্য ওপেনিংয়ে ভরসা রাখছেন পিনাক-সাইফের ওপরই।  
 
কোচ ভরসা পাচ্ছেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই। কারণ, নিকট অতীতে ক্যারিবীয় যুবাদের বিপক্ষে ওপেনিংয়ে সুখস্মৃতি আছে পিনাক-সাইফ জুটির। বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছিলেন পিনাক-সাইফ। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে এই সাইফ-ই পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। করেছিলেন একটি শতকও।
 
তাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ওপেনিং নিয়ে চিন্তিত নন কোচ মিজানুর রহমান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ওপেনাররা ভালো করেছিলো এবং সাইফ ম্যান অব দ্য সিরিজও হয়েছিলো। তার শতকও আছে। ’

‘সাইফের ওই টিম সম্পর্কে ভালো অভিজ্ঞতা ও  প্রস্তুতি আছে। আমরা ওভারকাম করতে পারবো ইনশা আল্লাহ। ন্যাচারাল ক্রিকেট খেলবো আমরা। আমাদের শক্তি অনুযায়ী আমরা আমাদের ক্রিকেট খেলবো।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।