ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ বিশ্বকাপের জন্য নারী দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টি-২০ বিশ্বকাপের জন্য নারী দল ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আগামী ৮ মার্চ থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। এতে পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও।

বিশ্বকাপের জন্য পুরুষ দল ঘোষণার পর এবার ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। মূল স্কোয়াডে জায়গা পাননি নতুন কোনো ক্রিকেটার। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে।   
 
বিশ্বকাপে  ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল।

১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ড, ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলোতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।   এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়িন্ট বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল : জাহানারা আলম, আয়শা রহমান, সালমা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, রিতু মনি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, সানজিদা ইসলাম।

অপেক্ষমান তালিকা: রুবাইয়া হায়দার, শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন ছন্দা, নুসহাত তাসনিয়া টুম্পা ও তাজিয়া আক্তার।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।