ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রে আবারও ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
যুক্তরাষ্ট্রে আবারও ক্রিকেট ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট ম্যাচ যুক্তরাষ্ট্রে! কেমন জানি বেমানান শোনায়। যেখানে বেসবল, বাস্কেটবল ও রাগবির মতো খেলাগুলো খুবই প্রসিদ্ধ।

সেখানে ক্রিকেট ম্যাচ গড়াবে মাঠে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতেই গড়িয়েছে ক্রিকেট খেলা।

দেশটি সমর্থকদের কাছে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকারের উদ্দ্যেগে হয়েছিল টি-২০ টুর্নামেন্ট। অলস্টার ক্রিকেট লিগ নামের আসরটিতে কিন্তু দর্শক জনপ্রিয়তা দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় এবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সিপিএল অফিসিয়ালি ২০১৬ সালের এ আসরের ম্যাচগুলো বারাক ওবামার দেশে হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। তবে আইসিসি থেকে অনুমতি পাওয়া গেলেও ম্যাচের ভেন্যুগুলো এখনও নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।