ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াটসনের পিএসএল শেষ, শঙ্কায় বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ওয়াটসনের পিএসএল শেষ, শঙ্কায় বিশ্বকাপ ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকদিন আগেই দুঃসংবাদ শুনলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে আসরে অজি দলের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না অলরাউন্ডার শেন ওয়াটসন।

পেটের পিড়ার কারণে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ অভিজ্ঞ ক্রিকেটারকে।

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন ওয়াটসন।

এর আগে বিশ্বকাপের জন্য ওয়াটসনকে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে নেওয়া হয়। ঘরের মাঠে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ৭১ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেললে নির্বাচকরা তার ওপর ভরসা করেন। তার এ ইনিংসটি টি-২০ আন্তর্জাতিক ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

ওয়াটসনের ইনজুরিতে ইসলামাবাদের পরবর্তী ম্যাচগুলোতে নেওয়া হয়েছে আজহার মাহমুদকে। দলটির হয়ে ৩২.৩৩ গড়ে ১৯৪ রান করে সর্বোচ্চ স্কোরার ওয়াটসন। গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা সর্বশেষ আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।