ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ডার সাইফকে ফেনী পুলিশের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
অলরাউন্ডার সাইফকে ফেনী পুলিশের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অলরাউন্ডার মো. সাইফুদ্দিন সাইফকে সংবর্ধনা দিয়েছে ফেনী পুলিশ প্রশাসন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পুলিশ লাইনসে তাকে সংবর্ধনা দেওয়া হয়।



ফেনীর পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলমের সঞ্চালনায়  এতে বক্তব্য রাখেন, সাইফুদ্দিনের মা জোহরা বেগম, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, সহকারী পুলিশ সুপার আমিনুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল হক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন।  

অনুষ্ঠানে সাইফ জানান, তার বাবা পুলিশ কনস্টেবল ছিলেন। বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আজ তিনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন।

তিনি বলেন, দেশের ক্রীড়ার উন্নয়নে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। পুলিশ নিরাপত্তা না দিলে সারাবিশ্বে বাংলাদেশ এতো সুনাম অর্জন করতো না।

এরআগে সাইফকে সংবর্ধনা দেয় ফেনী জেলা ক্রীড়া সংস্থা, ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, সাইফের কিশোর বয়সের ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।
 
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।