ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকদের অধিনায়ক বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
সাকিব-মুশফিকদের অধিনায়ক বদল

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন শোয়েব মালিক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দলটির বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।



এ প্রসঙ্গে মালিক জানান, দলের নেতৃত্বের কারণে তিনি নিজের পারফরম্যান্সের উপর মনোযোগ দিতে পারছেন না। তাই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং আরও ভালো করতে তার এমন সিদ্ধান্ত।

দলের এখন পর্যন্ত আট ম্যাচে ২৬.১৬ গড়ে মালিক ১৫৭ রান করেছেন। যেখানে এতদিন তার অধীনে দলটি মাত্র দুটি জয় পেয়েছে।

এদিকে নতুন নেতৃত্ব দেওয়া বোপারা টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ‍রান স্কোরার ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আট ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৮.৪০ গড়ে, ১৩৭ স্ট্রাইকরেটে ২৯২ রান। ৩৩৫ রান করে শীর্ষে রয়েছেন উমর আকমল। আর ৬.৫৭ ইকোনোমিতে বোপারা ১১টি উইকেট নিয়েছেন।

করাচি কিংসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।