ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০’র ফিনিশার মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
টি-২০’র ফিনিশার মাহমুদুল্লাহ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণ খেলে জয়ে ফিরেছে বাংলাদেশ। আর টাইগারদের ৫১ রানের এমন জয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

তার ব্যাটিং-বোলিং পারফরম্যান্সেই মূলত হাসি ফোটে স্বাগতিকদের।

প্রথমে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালো হলেও মাঝে দাপট দেখায় আমিরাতের বোলাররা। এক সময় শঙ্কা জাগে লো স্কোরের। তবে ব্যাটিংয়ে নেমে চমৎকার একটি ইনিংস খেলে দলকে উদ্ধার করেন রিয়াদ। ২৭ বলে এক চার ও দুই ছক্কায় করেন অপরাজিত ৩৬ রান।

বাংলাদেশের ফিল্ডিংয়ের সময়ও কার্যকারী ছিলেন ডানহাতি অলরাউন্ডার রিয়াদ। দুই ওভার বোলিং করে মাত্র পাঁচ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট।

এদিকে দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের স্বভাব-সূলভ খেলাটাই খেলেছেন বলে জানান রিয়াদ। তিনি বলেন, ‘টি-২০ খেলায় আমি আসলে একজন ফিনিশারের ভূমিকাতেই খেলি। ব্যাটিংয়ে ছয়-সাতে নামলে এমনই খেলতে হয়। আমি শুধুমাত্র খারাপ বলের জন্য অপেক্ষা করছিলাম। জানতাম যদি বাজে বল পাই তবে আক্রমণাত্মক হয়ে খেলবো। আর এমন খেলতে পেরে ভালোও লাগছে। ’

আমিরাতের বিপক্ষে ১৯ ওভার শেষে বাংলাদেশের রান ছিল মাত্র ১১৬। শেষ ওভারে স্ট্রাইক নিয়ে রিয়াদ রোহান মুস্তাফার বলে ১৭টি রান তুলে নেন। যা টাইগারদের ফাইটিং স্কোরের পুঁজি পাইয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।