মিরপুর থেকে: সৌম্য সরকার ব্যাটে রান পাননি, ফিল্ডিংটাও হচ্ছিলো যাচ্ছে-তাই। গ্রাউন্ড ফিল্ডিংয়ে মিস তো আছেই, স্লিপে দাঁড়িয়ে এশিয়া কাপে পর পর দুই ম্যাচে হাত থেকে ফঁসকেছে দুটি ক্যাচ সহজ।
প্রথমটি আরব আমিরাতের বিপক্ষে। দ্বিতীয়টি আজ শ্রীলঙ্কার বিপক্ষে। কাকতালীয় ব্যাপার হলো, দুই দিনে দুটি ক্যাচই ছেড়েছেন তাসকিনের ইনিংস শুরু করা ওভারের দ্বিতীয় বলে।
এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দিনেশ চান্দিমালের ক্যাচ ছাড়ায় গ্যালারি থেকে গালমন্দই শুনতে হচ্ছিলো সৌম্যকে। সৌম্য যে ক্যাচ ধরতে ভুলে যাননি-প্রমাণটা একটু পরই দিলেন। সাকিবের বলে দিলশান লংঅফ দিয়ে তুলে মারতে গিয়ে হয়ে গেল মিসড টাইমড। মিড অফে দাঁড়ানো সৌম্য দৌঁড়ে গিয়ে লংঅফে বাউন্ডারি সীমানার কাছে গিয়ে লুফে নিলেন ক্যাচটি।
শারীরিক ভারসাম্য রাখতে স্লাইড কেটে আবার ঘাসে লুটোপুটিও খেলেন। সঙ্গে সঙ্গে করতালিতে বাহবা সৌম্যকেই দিলেন দর্শকরা। সৌম্য যে দলের সেরা ফিল্ডারদের একজন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তার কাছ থেকে সেরাটা দেখতে চায় দর্শকরা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর