ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের শিরোপা স্বপ্নে বিভোর অ্যামব্রোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ক্যারিবীয়দের শিরোপা স্বপ্নে বিভোর অ্যামব্রোস ছবি : সংগৃহীত

ঢাকা: কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি পেসার।

বর্তমানে জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন। তার বিশ্বাস, ক্যারিবীয়দের আসন্ন টি-২০ বিশ্বাকাপ (৮ মার্চ শুরু) জেতার এটাই ‘সেরা ‍সুযোগ’।

শুধুমাত্র ২০১২ আসরের চ্যাম্পিয়ন বলেই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে আইসিসির র‌্যাংকিংয়ে তারা তৃতীয় অবস্থানে। সব মিলিয়ে স্যামি-গেইলদের আবারো শিরোপা উল্লাসে মাতার জোরালো সম্ভাবনা দেখছেন অ্যামব্রোস। তাঁকে উদ্ধৃত করে ‘অ্যান্টিগা অবসারভার’ এমন খবরই প্রকাশ করে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

অ্যামব্রোস বেশ আত্মবিশ্বাসী সুরেই বলেন, ‘আমাদের দলটির দিকে ‍তাকান। দলের ‍অর্ধেক সদস্যের প্রতিই বিশ্বব্যাপী টি-২০ লিগগুলোর ব্যাপক চাহিদা। তাই আপনি একজনকে খুঁজে পেতে পারেন, হয়তো দু’জন ও. ইন্ডিজ খেলোয়াড় এক লিগে তো অন্য লিগে আরো দু’জন। কিন্তু, সবাইকেই আমরা একসঙ্গে জাতীয় দলে পাচ্ছি। তাই আমাদের টি-২০ বিশ্বকাপ জেতার এটি সেরা সুযোগ। শুধু আমাদের দলটি দেখুন। ’

বিশ্বকাপের গ্রুপ-১ এ ও.ইন্ডিজ। যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্বের গ্রুপ ‘বি’র শীর্ষ দল।

অ্যামব্রোসের বিশ্বাস, একঝাঁক অভিজ্ঞ টি-২০ তারকা রয়েছে ক্যারিবীয় দলে, যেটি তাদের খুবই শক্তিশালী ইউনিটে পরিণত করেছে, ‘মারলন স্যামুয়েলস, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, অধিনায়ক ড্যারেন স্যামি সকল সিনিয়র খেলোয়াড় সামনে থেকে দলকে নেতৃত্বে দিতে সক্ষম। টিমের সঙ্গে আমার গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, এই ফরমেটে সিনিয়ররা ভালোভাবেই দলকে এগিয়ে নিচ্ছে। এতে তরুণরাও পরবর্তী ধাপে পৌঁছে যাবে। ’

তবে অ্যামব্রোস যাই বলুন না কেন, ক্যারিবীয়দের বর্তমান বিশ্বকাপ স্কোয়াডকে কী সম্ভাব্য শক্তিশালী দল বলা চলে! ইতোমধ্যেই যে, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে ব্রাভো, বোলিং অ্যকশন শুধরানোর দৌড়ে পিছিয়ে থাকায় নারাইন ও হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান পোলার্ড। বোর্ডের সঙ্গে তিনজনের বেতন সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে বলেও খবর প্রকাশিত হয়। যদিও অন্যান্য খেলোয়াড়রা ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা মিটিয়ে শেষ পর্যন্ত বাৎসরিক চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।