ইডেন গার্ডেন্স থেকে: সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে।
এ হারের ক্ষত এখনো শুকোয়নি হয়তো! সেই হারের স্মৃতিকে সামনে রেখেই টি-২০ বিশ্বকাপের সুপার টেন-এ নিজেদের প্রথম ম্যাচে (১৬ মার্চ) বাংলাদেশকে মোকাবেলা করবে শহীদ আফ্রিদির পাকিস্তান।
এশিয়া কাপের সাম্প্রতিক হারই নয়, গেল বছরের ২৪ এপ্রিল বাংলাদেশের কাছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হেরেছিল পাকিস্তান। বলে রাখা ভাল, বাংলাদেশ-পাকিস্তানের শেষ ৫ বারের মুখোমুখিতে জয়ের দেখা পায়নি ওয়াসিম-ওয়াকারের শিষ্যরা।
সঙ্গত কারণেই বিশ্ব মঞ্চের এবারের আসরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেকে সমীহের চোখেই দেখছেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস।
মঙ্গলবার (১৫ মার্চ) ইডেন গার্ডন্সে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে ওয়াকার বলেন, ‘গেল দুই বছর ধরে বাংলাদেশ ভাল ক্রিকেট খেলছে। ওদের বর্তমান যে টিম স্পিরিট ও ফর্ম তাতে কোনোভাবেই ওদের পিছিয়ে রাখার উপায় নেই। তবে আমরা আমাদের সর্বশক্তি দিয়েই এদিন ওদের মোকাবেলা করবো। ’
একথা ঠিক যে এশিয়া কাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজগুলোর মতো বিশ্বকাপ কখনই নয়। এখানে মাঠের সার্বিক পরিস্থিতি ও কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তাই যেকোনো সময় এলোমেলো হয়ে যেতে পারে আগের সব পরিসংখ্যান ও রেকর্ড।
তাইতো ওয়াকার এ বিশ্বমঞ্চে নিজের দলের কাছ থেকে ইতিবাচক কিছুই আশা করছেন। ‘এটা বিশ্বকাপ, যা সব সময়ই আলাদা। তাছাড়া ম্যাচটিও অনেক বড়। এখানকার কন্ডিশনও ভিন্ন। তাই এখনই বলা যাচ্ছে না এই ম্যাচে বাংলাদেশ হারবে নাকি আমরা হারবো। তবে আমরা ভাল ক্রিকেট খেলবো বলে বিশ্বাস করি। ’
এদিকে, উইকেটের কথা বিবেচনা করে এ ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার খেলানোর কথা ভাবছেন পাকিস্তান কোচ। তিনি বলেন, ‘আপনি জানেন যে বাংলাদেশ ও ভারতের উইকেট ভিন্ন। এশিয়া কাপে তারা আমাদের বিপক্ষে জয় পেয়েছে। তার মানে এই না যে, এখানেও তারা জিতবে। উইকেট ও কন্ডিশন বিবেচনা করে আমরা এ ম্যাচে তিন স্পিনার ও তিনজন পেসার নিয়ে খেলাবো। ’
শুধু ‘বিশ্বসেরা’ বোলিং লাইনআপের জোরেই নয়, বাংলাদেশ ম্যাচ সামনে রেখে পাকিস্তানের ব্যাটসম্যানরাও ইতিবাচক। নিজেদের সেরাটা দিয়েই জয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বলেও জানান ওয়াকার।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এইচএল/আরএম/এসএইচ