ঢাকা: চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে আফগানিস্তান। প্রথম পর্ব পেরিয়ে মূলপর্বেও নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটির মূলপর্ব সাজানো হয়েছে ১০ দল নিয়ে। আগামী ৫০ ওভারের বিশ্বকাপেও খেলবে ১০ দল। ফলে সুযোগ কমে যাচ্ছে আইসিসির সহযোগী দেশগুলোর। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বায়নে নিজেদের পরিচিতি তুলে ধরতে পারছে না আফগান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও ওমানের মতো প্রতিভাসম্পন্ন দলগুলো।
এদিকে সহযোগী দেশগুলোকে আরও বেশি সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ইয়ান চ্যাপেল, ব্র্যায়ান লারা, শচীন টেন্ডুলকার ও মাইকেল ভনের মতো ক্রিকেট কিংবদন্তিরা। তাদের মতে, ক্রিকেট বিশ্বায়নে ছোট দেশগুলোকে ছেঁটে ফেলা উচিৎ হচ্ছে না।
ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেট বিশ্বায়নে ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপে সহোযোগী দেশগুলোর থাকাটা একান্ত কাম্য। ’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন টুইটারে লেখেন, ‘আগামী বিশ্বকাপে আফগানের মতো দলকে দেখতে না পারাটা হবে লজ্জার। ’
ক্রিকেটের বরপুত্র খ্যাত লারা জানান, ‘আফগান ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাব দারুণ। আইসিসির কাছে অনুরোধ করছি ভবিষ্যতে সহোযোগী দেশগুলোকে যেন ছেঁটে ফেলা না হয়। ’ লারা তার এই বক্তব্যে সঙ্গে শচীন, শেন ওয়ার্ন, গেইল, কোহলি ও এবি ডি ভিলিয়ার্সকে এগিয়ে আসার আহবান জানান।
লারার টুইটের সঙ্গে নিজের সম্মতি জানিয়ে মাস্টার ব্লাস্টার শচীন লেখেন, ‘আমি একমত, আফগান ও ওমানের ক্রিকেট স্প্রিট অসাধারণ। সুতরাং বিশ্বকাপে আরো দলের অন্তর্ভূক্তি খুবই জরুরি। ’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস