ঢাকা: মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি ও ইমাদ ওয়াসিম। চার বোলারকে ব্যবহার করেও এখনো নিউজিল্যান্ডের উইকেট ভাঙতে পারেননি পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
এ রিপোর্ট লেখা অবধি, পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ৫৫ রান। মার্টিন গাপটিল ৩৮ (২১ বল) ও কেন উইলিয়ামসন ১১ (১৪ বলে) রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) চন্ডিগড়ে মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ ‘টু’র হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লক্ষ্যে দু’দলের জন্যই এটি ‘মাস্ট উইন’ ম্যাচ।
সুপার টেনে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সেমিতে এক পা দিয়ে রাখে কিউইরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার কাছে হার মানে পাকিন্তান। অবশ্য, রান-রেটে এগিয়ে থাকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পরেই পাকিস্তানের অবস্থান। সমান দুই ম্যাচ শেষে এর পরের অবস্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে ১৪ বারের দেখায় আটটিতে জয় পায় পাকিস্তান। ছয়টি ম্যাচ জেতে ব্ল্যাক ক্যাপসরা। বিশ্বকাপ মঞ্চেও বেশ এগিয়ে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। চারবারের মুখোমুখি লড়াইয়ে তিন ম্যাচেই জয় তুলে নেয় টিম পাকিস্তান।
পাকিস্তানের জন্য দুঃসংবাদ, ফিটনেসে ঘাটতি থাকায় এ ম্যাচে খেলতে পারছেন না মোহাম্মদ হাফিজ ও পেসার ওয়াহাব রিয়াজ। হাফিজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন খালিদ লতিফ। এক ম্যাচের বিরতিতে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। অন্যদিকে, উইনিং কম্বিনেশন বজায় রেখে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
পাকিস্তান একাদশ: শারজিল খান, আহমেদ শেহজাদ, খালিদ লতিফ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, মিচেল সান্টনার, লুক রনকি (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনি, মিচেল ম্যাকক্লেনাগান ও ইশ শোধি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএম