ঢাকা: আগামী শুক্রবার (২৫ মার্চ) নাগপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’টি ম্যাচেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ক্যারিবীয়রা।
গুরুত্বপূর্ন এ ম্যাচে মাঠে নামার আগেই প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ। দলের ইনফর্ম ব্যাটসম্যান জেপি ডুমিনি খেলতে পারবেন না ক্যারিবীয়দের বিপক্ষে। ২০ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এ ক্রিকেটার।
ডুমিনির চোট প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি সংবাদমাধ্যমকে বলেন, ‘গতাকাল (২১ মার্চ) ডুমিনির স্ক্যান করা হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চিড় ধরায় তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবারের ম্যাচ খেলতে পারবে না ডুমিনি। ’
তিনি আরও বলেন, ‘গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চেষ্টা করা হবে। আমাদের ফিজিওথেরাপিস্ট ব্রেন্ডন জ্যাকসন ইতিমধ্যে ডুমিনির চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ডুমিনিকে মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও সেটি নির্ভর করবে তাঁর অবস্থার উন্নতির উপর। ’
বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেই রানের দেখা পান জেপি ডুমিনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। বল হাতে নেন একটি উইকেট। পরের ম্যাচে আফগানিস্তানের সাথে খেলেন ২৯ রানের অপরাজিত ইনিংস।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে/আরএম