ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৮তম ম্যাচ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড।
প্রথম ইনিংস: নিউজিল্যান্ড ২৫ রান ০ উইকেট ৩ ওভার।
ব্যাটিং: কেন উইলিয়ামসন- ১৮ হেনরি নিকোলাস- ৭
আউট:
ওভার-৪
বোলিং-মুস্তাফিজ
৩.৬: আউট
৩.৫: উইলিয়ামসনের ১ রান
৩.৪: ডট বল
৩.৩: ১ রান (তুলে মেরেছিলেন নিকোলাস পড়লো নোম্যানস ল্যান্ডে)
৩.২: ডট বল (হালকা স্লোয়ার)
৩.১: ডট বল
ওভার-৩
বোলিং- সাকিব আল হাসান
২.৬: ডট বল
২.৫: ২ রান উইলিয়ামসনের
২.৪: ডট বল (এবিডব্লউর হালকা আবেদন)
২.৩: ২ রান উইলিয়ামের
২.২: ডট বল
২.১: প্রথম বলেই সুইপ শট ৪ রান উইলিয়ামসনের
ওভার-২
বোলিং- শুভাগত (৬ রান)
১.৬: উইলিয়ামসনের ১ রান
১.৫: ১ রান নিকোলাসের
১.৪: ডট বল (স্ট্রেইট শট নিকোলাসের অপরপ্রান্তের উইলিয়ামসনের বাহুতে আঘাত হানে, স্প্রে দিয়ে চিকিৎসা নেন তিনি)
১.৩: ৪ হাঁকালেন নিকোলাস
১.২: ডট বল
১.১: ডট বল
ওভার-১
বোলিং- মাশরাফি (৯ রান)
০.৬: একই ভাবে আরেকটি ৪ এর মার
০.৫: উইলিয়ামসনের ৪ এর মার
০.৪: ডট বল (স্লিপে ক্যাচের ক্ষীণ সম্ভাবনা)
০.৩: ডট বল
০.২: ১ রান নিকোলাসের ব্যাটে
০.১: ডট বল দিয়ে যাত্রা শুরু
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: নাথান ম্যাককুলাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি এন্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, মিশেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।
বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬