ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেন থেকে মহিবুর রহমান

গ্যালারিতে টাইগারদের জন্য শুভকামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
গ্যালারিতে টাইগারদের জন্য শুভকামনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন থেকে: টানা তিন হারে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে এক ম্যাচ আগেই বিদায় হয়ে গেছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে টাইগাররা জয়ী হয়েই ভারত ছাড়বে বলে আশা করছেন টাইগার সমর্থক আরশাদ আলী ও মিথুন।



নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচকে সামনে রেখে ঢাকা থেকে বাংলাদেশের জার্সি গায়ে মুখে লাল-সবুজের পতাকা এঁকে হাতে বাঘ নিয়ে একেবারে টাইগার রূপ ধারণ করে ইডেন গার্ডেনের ‘এ’ ব্লকের গ্যালারিতে বসেছেন তারা।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তারা বললেন, আগের তিনটি ম্যাচই আমরা ভালো খেলেছি। ভারতের বিপক্ষে মাত্র ১ রানে হেরেছি। ভালো খেলে হেরেছি তাই আফসোস নেই। তবে আমরা আশা করছি এই ম্যাচে জিতবো।

শুধু ‘এ’ গ্যালারিতেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচে ‘বি’ ও ‘কে’ গ্যালারিতেও লাল-সবুজের সমর্থকদের চোখে পড়ছে। তারাও পতাকা হাতে ও মুখে লাল-সবুজের পতাকা এঁকে এসেছেন প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের সমর্থন জানাতে।

তাদেরও কোনো আক্ষেপ নেই, কোনো হতাশা নেই, নেই হারানোর বেদনা। প্রিয় দল এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ভালো খেলেছে জানিয়ে তারাও প্রত্যাশা করছেন যে, এই ম্যাচে বাংলাদেশ জিতবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এইচএল/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।