ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপের মুখে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
চাপের মুখে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: শুরুটা ভালো করলেও দশম ওভারের মাথায় তৃতীয় উইকেট হারালো অস্ট্রেলিয়া। মাত্র দুই রান করেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

উইকেটে নেমেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে অষ্টম ওভারের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ডেভিড ওয়ার্নার (৬)। আর ব্যাট হাতে ঝড় তোলা ওপেনার উসমান খাজা (১৬ বলে ২৬) আশিষ নেহরার বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হন।

এ রিপোর্ট লেখা অবধি, অজিদের সংগ্রহ ৯.২ ওভার শেষে তিন উইকেটে ৭৫ রান। অ্যারন ফিঞ্চ ৩২ ও ম্যাক্সওয়েল শূন্য রানে অপরাজিত রয়েছেন। ওপেনিং জুটিতে ৫৪ রান তোলেন উসমান খাজা (১৬ বলে ২৬) ও ফিঞ্চ।

রোববার (২৭ মার্চ) মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। জয়ী দল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে গ্রুপ ‘ওয়ান’র শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সবকটি ম্যাচ (৪টি) জিতে দাপটের সঙ্গেই টি-২০ বিশ্বকাপের শেষ চারে পা রাখে নিউজিল্যান্ড।

সবশেষ চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের (৩-০) লজ্জায় ডোবান ধোনি-কোহলিরা। তাই স্মিথদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার হাতছানি! অন্যদিকে, অজিদের হারিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপের সেমিতে চোখ রাখছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে চারবারের দেখায় ভারত ও অস্ট্রেলিয়া দু’দলই দু’বার করে জয়োল্লাসে মাতে। আর সব মিলিয়ে ১২ বারের মুখোমুখি লড়াইয়ে অজিদের চারটি জয়ের বিপরীতে আট ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা ও জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, নাথান কোল্টার নাইল ও জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।