ঢাকা: ব্যাপারটা হয়তো আগেই আন্দাজ করেছিলেন শহীদ আফ্রিদি। ভারতে ব্যর্থ টি-২০ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে না ফিরে কিছুদিনের জন্য দুবাইয়ে সময় কাটাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।
একটি সূত্রমতে জানা যায়, রোববার (২৭ মার্চ) রাতে লাহোর ও করাচি বিমানবন্দরে নামেন পাকিস্তান দলের খেলোয়াড়রা। অপেক্ষমান কয়েক শ ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সবাই ‘শেম’-‘শেম’ (লজ্জা) স্লোগান দেন। নিজেদের দেশেই হাফিজ-অাকমলদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়িতে উঠতে হয়।
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। কিন্তু, পরের তিন ম্যাচেই (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) টানা হারে সেমিফাইনালের দৌড়ে ছিটকে যায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
এর আগে মাশরাফিদের বিপক্ষে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। অধিনায়ক ‘বুমবুম’ আফ্রিদির ফর্ম নিয়েও পাকিস্তান সমর্থকদের মাঝে ক্ষোভ জন্ম নেয়। সব মিলিয়ে টিম পাকিস্তান এখন কঠিন সময়ই পার করছে! সঙ্গে নিজ দেশের মানুষের কাছ থেকে দুয়োধ্বনিও শুনতে হচ্ছে। পারফরম্যান্স দিয়েই যে ভক্ত-সমর্থকদের আক্ষেপ মেটাতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না!
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএম