ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুতই ফিরবেন তাসকিন আহমেদ। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক।
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে। তাতে কাজ না হলে রিভিউ আবেদন করে বিসিবি। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার।
ফলে নিজের বোলিং শুধরাতে হিথ স্ট্রিকের অধীনে গতকাল থেকে কাজ শুরু করেন তরুণ এ পেসার। মঙ্গলবার (২৯ মার্চ) তাসকিনের বোলিং উন্নতি প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘ যেভাবে পুনর্বাসন প্রক্রিয়া চলছে, তাতে আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে তাসকিন আবারো নিজেকে ঠিক প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে বলে আশাকরি। ’
কোন ল্যাবে তাসকিনের বোলিং পরিক্ষা করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার বলেন, ‘আইসিসির অধীনে বিশ্বের সবকটি ল্যাবই একরকম। তাই যে কোন একটিতে পরিক্ষা করালেই চলবে। ’
এর আগে ভারতের চেন্নাইয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষায় নরমাল ডেলিভারিতে তাসকিনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে ৯টি বাউন্সারের মধ্যে ৩টি বাউন্সারে ত্রুটি পাওয়া যায় বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘তার অন্য কোন বলে ত্রুটি নেই। তবে আগামী কয়েকদিনে তার বাউন্স বলগুলোও শুধরাবে বলে আশাকরি। ’
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস