ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত

ঢাকা: চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি) প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন।

তবে এ সিরিজ ঘিরে এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে!

২০১৪ সালের অক্টোবরে ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ চলার ‍মাঝপথে আকস্মিকভাবেই ‍তা বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সিরিজ বর্জন করেন ব্রাভো-স্যামুয়েলসরা। পরে এর শাস্তিস্বরুপ ডব্লিউসিবি’র সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ডব্লিউসিবি চার ম্যাচের সিরিজ আয়োজনের ঘোষণা দিলেও এ ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি বিসিসিআই। নির্দিষ্ট কোনো সূচিও দেওয়া হয়নি। তবে আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী জুলাই-আগস্টে টেস্ট সিরিজটি হওয়ার কথা রয়েছে।

এক সাক্ষাৎকারে ডেভ ক্যামেরন বলেন, ‘অফিসিয়ালভাবে টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। আমরা এখন ভেন্যু নিশ্চিতের অপেক্ষার আছি। এটি সম্পূর্ণ হলে তারিখ, ভেন্যু ও অন্যান্য সবকিছু আমরা লিখিতভাবে (বিসিসিআই’র কাছে)পাঠিয়ে দিব। ’

এদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জুনের শেষ দিকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহে শেষ হতে পারে। সেক্ষেত্রে টেস্ট সিরিজের স্কোয়াডের খেলোয়াড়রা সিপিএল মিস করবেন। এ ব্যাপারে ডব্লিউসিবি প্রেসিডেন্টের ভাষ্য, ‘হ্যাঁ, সিপিএলের সঙ্গে এটা (টেস্ট সিরিজ) সাংঘর্ষিক হবে। দুঃখজনক হচ্ছে, আন্তর্জাতিক ক্যালেন্ডার চূড়ান্ত। তাই ওই সময়েই টেস্ট সিরিজ হবে। সূচি অনুযায়ী এখানে একটা সাংঘর্ষিক অবস্থা হবে, কিন্তু ভেন্যু ও ম্যাচে যেন এর কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে আমরা সিপিএল নিয়ে কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।