ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সঙ্গেই থাকছেন হিথ স্ট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
টাইগারদের সঙ্গেই থাকছেন হিথ স্ট্রিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: সকাল থেকেই শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যস্ততা বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের। সঙ্গে স্ত্রী-সন্তানও।

কোচ হিসেবে আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই জিম্বাবুইয়ান।

 

১ এপ্রিল থেকে শুরু হবে কাজ। ৯ এপ্রিল শুরু আইপিএলের নবম আসর। ভারতে কাঁটাতে হবে দেড় মাস। আজ-কালের মধ্যেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। সব কিছু গুছিয়ে নিতেই ব্যস্ততা সাবেক এ জিম্বাবুইয়ান পেসারের।  
 
বিসিবির সঙ্গে হিথ স্ট্রিকের ৪৫০ দিনের চুক্তি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। আর কি ঢাকায় ফেরা হবে তার! স্ট্রিক নিজেই জানালেন, আইপিএল শেষে বাংলাদেশেই ফিরবেন, বিসিবি থেকে আমাকে অনুরোধ করা হয়েছে থাকার জন্য। তাছাড়া আমিও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে উপভোগ করি। এখন তো তেমন কাজ নেই। ১ এপ্রিল থেকে আইপিএলে গুজরাট লায়ন্সের সঙ্গে কাজ শুরু করবো।
 
হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি যে নবায়ন করা হবে এটা গতকালই জানা গিয়েছিল বিসিবি সূত্রে। তবে চুক্তির মেয়াদ বছর না দিন হিসেবে হবে সে সিদ্ধান্ত নেবে বোর্ড। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুই বছরের বর্তমান চুক্তি আগামী মে মাসে শেষ হয়ে যাবে। নবায়ন হতে পারে সেটিও।

 

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।