ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্লিনটফ-অমিতাভ টুইট যুদ্ধ চলছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ফ্লিনটফ-অমিতাভ টুইট যুদ্ধ চলছেই

ঢাকা: অ্যান্ড্রু ফ্লিনটফ ও অমিতাভ বচ্চনের মধ্যকার টুইটার যুদ্ধ লেগেই আছে। যেন বলিউড তারকার উপর রাগ আর যাচ্ছে না ইংলিশ কিংবদন্তির।

সুযোগ পেলেই তিনি ‘বিগ বি’কে ঠুকছেন টুইটারে। প্রথমবার বিরাট কোহলির সঙ্গে ফ্লিনটফ তুলনায় এনেছিলেন জো রুটকে।

কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখেননি বচ্চন। হিন্দিতে সাবেক অলরাউন্ডারকে ‘বিগ বি’র জবাব ছিল, ‘কে রুট? একেবারে শিকড় থেকে উপড়ে ফেলব রুটকে। ’ বলিউডের বাদশার কাছ থেকে এমন জবাব পেয়ে প্রথমটায় বুঝতেই পারেননি ইংরেজ ক্রিকেটার। প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘দুঃখিত, আপনি কে?’

এরপর অবশ্য টুইট যুদ্ধে তৃতীয় ব্যক্তির অবস্থান। তিনি রবীন্দ্র জাদেজা। বচ্চনের পাশে দাঁড়িয়ে জাদেজা হিন্দি ভাষায় বলেন, ‘বেটা ফ্লিনটফ, রিস্তে মে তো ওহ তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ। ’

এদিকে জাদেজার এমন মন্তব্যের পর সবাই ধরেই নিয়েছিলেন টুইটারের বাকযুদ্ধ বোধহয় শেষ। তবে শেষ হইয়াও তা হইল না শেষ। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ইংল্যান্ড।

আর ইংল্যান্ড ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ফ্লিনটফ নতুন করে শাহেনশাকে আক্রমণের কাজটা শুরু করে দিলেন। টুইটারে ফ্লিনটফ ‘বিগ বি’কে উদ্দেশ্য করে বলেন, ‘ফাইনাল দেখতে কি যাওয়া হচ্ছে? বন্ধু, আমার জন্য তাহলে ইডেনের দুটো টিকিট জোগাড় করে রেখো তো!’ তার পরেই স্মাইলি দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।