ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি অধরাই রয়ে গেল অস্ট্রেলিয়ার। যেখানে রেকর্ড পাঁচবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে দলটি, সেখানে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে প্রায় প্রতিবারই বাজে পারর্ফম করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলমান বিশ্বকাপে স্বাগতিক ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় অজিদের। আর দলের এমন বিদায়ে কোচ থেকে শুরু করে নির্বাচকদের দুষলেন দলটির সাবেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তার মতে, একাদশ বাছাইয়ে প্রথম থেকেই গলদ ছিল। যার কারণে অ্যারন ফিঞ্চ ও জন হ্যাস্টিং উপেক্ষিত থেকে দলে সেভাবে সুযোগ পাননি।
ওয়ার্ন জানান, ‘আমার মতে প্রথমত দল নির্বাচনই ভুল ছিল। মনে হয় না আমরা ঠিক পথে এগিয়েছিলাম। যার ফলে আমাদের বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। আর এ ব্যাপারটিকেই সত্যি বলে মেনে নিতে হবে। ’
কোচ ড্যারেন লেহমান ও প্রধান নির্বাচক মার্ক ওয়াহকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ওয়ার্ন আরও বলেন, ‘আমি জানি উসমান খাজা অসাধারণ খেলছে। তবে তার ব্যাট করা উচিৎ ছিলো তিন নম্বরে। আসলে ওপেনিংয়ে ফিঞ্চ ও ওয়ার্নারের জুটিটি ভাঙা ঠিক হয়নি। তারা দীর্ঘদিন এক সঙ্গে ওপেনিং করেছে। হঠাৎই এমন সিদ্ধান্ত দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ’
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৬
এমএমএস