ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের উইকেট তৈরির দায়িত্ব পায়নি ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ফাইনালের উইকেট তৈরির দায়িত্ব পায়নি ভারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের উইকেট তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছেনা স্বাগতিক ভারতকে। ফাইনালের জন্য উইকেট তৈরির দায়িত্বটা এবার পালন করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

০৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি নিজেদের তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রেশ একটি উইকেটে অনুষ্ঠিত হবে বলে জানায় আইসিসি।

আইসিসির পক্ষ থেকে জানানো হয় ফাইনালে সম্পূর্ণ ব্যাটিং-বান্ধব একটি উইকেট দেখা যাবে। ইতোমধ্যে উইকেট পরিদর্শন করেছেন আইসিসির গ্রাউন্ড ও পিচ কমিটির উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন। তার নির্দেশনা অনুযায়ীই বর্তমানে কাজ করছেন ইডেন্সের গ্রাউন্ডসম্যানরা।

কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে হয়, সেটিকে ফাইনালের উইকেট হিসেবে রাখেনি আইসিসি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উইকেটে খেলা হবে ফাইনাল ম্যাচটি। ইডেন্সের ৭ নম্বর স্ট্রিপের উইকেটটি প্রস্তুত করা হচ্ছে। আয়োজক ভারতের উপর উইকেট তৈরির দায়িত্ব না দিয়ে অ্যাটকিনসন গ্রাউন্ডসম্যানদের একটি লিখিত নির্দেশনা দিয়েছেন।

আর এই তালিকা মেনেই আগামী কয়েক দিন উইকেট পরিচর্যার কাজ করবেন মাঠকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।