ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বুড়োদের’ দলে অভিজ্ঞ গেইল-জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
‘বুড়োদের’ দলে অভিজ্ঞ গেইল-জয়াবর্ধনে

ঢাকা: ইংলিশ কাউন্টি দল সামারসেটের হয়ে ২০১৬ টি-টোয়েন্টি ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট মাতাবেন ক্রিস গেইল ও মাহেলা জয়াবর্ধনে। দলটির সঙ্গে গেইলের আগে থেকেই চুক্তি রয়েছে।

তবে চলতি মৌসুমে শ্রীলঙ্কান কিংবদন্তিকে দলে নিল তারা।

ইতিবাচক বিষয় হচ্ছে এই দুই তারকাই টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরারের তালিকায় প্রথম ও দ্বিতীয়।

জয়াবর্ধনে ২০১৪ সালে লঙ্কানদের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ছিলেন। সেবার দলটির ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এবার ক্যারিবীয় দানব গেইলের সঙ্গে এ তারকা আরও ভালো করবেন বলে আশা প্রকাশ করেছে সামারসেট।

জয়াবর্ধনে টি-টোয়েন্টিতে অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও তিনি আইপিএল, বিগ ব্যাশ ও গতবার কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন। ডানহাতি এ ব্যাটসম্যান ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন।

এদিকে সামারসেটের এবারের দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছে বুড়োদের ভিড়। ৩৮ বছর বয়সী জয়াবর্ধনের সঙ্গে রয়েছেন ৩৬ বছরের গেইল। দলের অধিনায়ক ৩৮ বছর বয়সী ক্রিস রজার্স। বোলিংয়ে রয়েছেন ৩৪ বছর বয়সী ইয়াসির আরাফাত। আর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে থাকবেন ৪০ বছর বয়সী মার্কাস ট্রেসকোথিক।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।