ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কাটার স্পেশালিস্ট’ এর শুরু এ মাঠেই

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
‘কাটার স্পেশালিস্ট’ এর শুরু এ মাঠেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তেঁতুলিয়া, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরা সদর থেকে ৩৫ কিলোমিটারের দূরত্বে কালিগঞ্জ উপজেলা। সেখান থেকে মুস্তাফিজুর রহমানের বাড়ির (তেঁতুলিয়া গ্রাম) দূরত্ব আরও ১২ কি:মি:।

বাড়ির কাছেই তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, মুস্তাফিজের ক্রিকেট শেখার শুরু এ মাঠ থেকেই।

শুরুটা হয়েছিল টেনিস বল দিয়ে। এরপর এক একেকটি ধাপ পেরিয়ে মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটের তারকাদের একজন। বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার আগে এ মাঠে প্রায়ই ম্যাচ খেলতে দেখা যেত মুস্তাফিজকে।

তখনও কাটার মারতেন। কিন্তু ‘কাটার’ নামক শব্দটার সঙ্গে পরিচিত ছিলনা এখানকার কেউ। মুস্তাফিজের সেজো ভাই মোখলেসুর রহমান বলছিলেন, ‘তখন তো বুঝতাম না যে এটাই ‘কাটার’! দেখতাম ও বল ঘুরাইতো, স্পিনের মতো ঘুরতো এটুকুই। ’
 
মুস্তাফিজ এখন আর এ মাঠে খেলেন না। ছুটিতে বাড়িতে এসে অবশ্য মাঠে খেলা হয় কিনা-খোঁজ খবর রাখেন। এ মাঠ ধরেই যার শুরু সেই মুস্তাফিজকে খুব মিস করেন এখানকার তরুণরা।

উত্তম, আরিফ, তানভির বলছিলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সাথে আমরাও খেলতাম। এ জন্য গর্ব লাগে। এখন যদি আবার খেলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।