ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুম্বাই থেকে মুহিবুর রহমান

ওয়াংখেড়ে কড়া নিরাপত্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ওয়াংখেড়ে কড়া নিরাপত্তা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড় থেকে: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনাল। স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এ ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের আটটি স্ট্যান্ডেই নিরাপত্তা প্রহরীদের সজাগ দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

 

প্রিয় দলের ফাইনালে ওঠার মিশন তাই বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টা থেকেই স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভীড় করতে থাকেন স্বাগতিক দর্শকরা। ভারতীয় জাতীয় দলের জার্সিধারীদের ভীড়ে পুরো মুম্বাই মেরিন ড্রাইভ রোড পরিণত হয় ‘নীলাভ মুম্বাইয়ে’।

স্টেডিয়ামের মোট গেটের সংখ্যা সাতটি। প্রতিটি গেটের প্রবেশ পথেই নিরাপত্তার দায়িত্বে থাকা মুম্বাই পুলিশ দর্শকের তল্লাশি নিচ্ছেন।    
তবে সবগুলো গেটের মধ্যে সবচেয়ে বেশি ভীড় ছিল চার নম্বর গেটে। স্টেডিয়ামের একেবারে সামনে থেকে শুরু করে লাইনটি চলে গেছে হকি স্টেডিয়ামের শেষ পর্যন্ত। তবে সবাই বেশ সুশৃঙ্খলভাবেই প্রবেশ করছেন।

স্বাগতিকদের সর্মথন জানাতে কেউ এসেছেন চার, ছয় লেখা প্ল্যাকার্র্ড হাতে। আবার কেউ এসেছেন গালে ও কপাল ভারতের পতাকা এঁকে।

তবে ম্যাচের নিরাপত্তার বিষয়টি শুধু দর্শকদের জন্যই নয়, সংবাদকর্মীদেরও এ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এইচএল/জেডএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।